Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
পুলিশ নারী কল্যাণ সমিতি, পুনাক এর উদ্যোগে কুড়িগ্রামে ৩০০ শিশুর মাঝে শীতের উষ্ণ জ্যাকেট বিতরণ
Details

( পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর  সভানেত্রী জনাব আফরোজা হেলেন মহোদয়ের দিকনির্দেশনায় কেন্দ্রীয় পুনাকের উদ্যোগে কুড়িগ্রাম সদর এলাকার পাঁচগাছি ইউপির চরগোবিন্দপুরে মুহাম্মদিয়া নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসায় ৩০০ শিশুর মাঝে শীতের উষ্ণ জ্যাকেট বিতরণ  )

কুড়িগ্রামে প্রচন্ড শীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব আফরোজা হেলেন মহোদয়ের দিকনির্দেশনায় কেন্দ্রীয় পুনাকের উদ্যোগে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ কুড়িগ্রাম সদর এলাকার পাঁচগাছি ইউপির চরগোবিন্দপুরে মুহাম্মদিয়া নূরাণী ও হাফিজিয়া মাদ্রাসায় ৩০০ শিশুর মাঝে শীতের উষ্ণ জ্যাকেট বিতরণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান ও কুড়িগ্রাম পুনাক সভানেত্রী মোছাঃ আতিয়া নাছরিন মহোদয়। এ সময় কুড়িগ্রাম পুনাকের সহ সভানেত্রী জনাব পর্ণা আজাদ এবং জনাব আজমির জাহান নিপা ও জনাব জনাব নাদীয়া পারভীন নিলা সহ পুনাক কুড়িগ্রামের অন্যান্য সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
16/01/2025
Archieve Date
22/01/2025