Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর ক্যাম্প প্রশিক্ষণ
Details

পুলিশিং সেবাকে ভবিষ্যতেমুখী করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ এবং নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (ক্যাম্প প্রশিক্ষণ), অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই সশস্ত্র ও এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । উক্ত পরীক্ষা গ্রহন কমিটিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান, লালমনিরহাট জেলার এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ফজলুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স জনাব কাজী আকির হোসেন। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহনকারী সকল পুলিশ সদস্যদের কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার  বিষয়ে আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রতি বিনষ্ট করতে না পারে সে সব সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।

Attachments
Publish Date
29/09/2024
Archieve Date
31/10/2024