Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন
Details

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ ৩০ অক্টোবর ২০২৪ তারিখ কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার জনাব রাকিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  জনাব মোহাম্মদ আতিকুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ। উত্তীর্ণ প্রার্থীদের ৩য় দিনের জন্য শুভকামনা।


বিঃদ্রঃ ৩য় দিনে অবশ্যই সার্কুলারে উল্লেখিত সকল মূল সনদ (এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদ অথবা মূল মার্কশীট) ও সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ মাঠে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

Images
Attachments
Publish Date
30/10/2024
Archieve Date
31/10/2024