বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় মাঠ পর্যায়ে পরীক্ষা আগামী ২৯ হতে ৩১ অক্টোবর ২০২৪ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়া লক্ষে নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন নির্দেশনা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মাহফুজুর রহমান। পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার জনাব রাকিবুল ইসলাম। এছাড়াও জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ। সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS