Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুড়িগ্রামে ২ টি চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ
Details
কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার একটি চৌকস টিম  অদ্য ০৬ জুলাই ২০২৪ লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ছিনাই ও ঘড়িয়ালডাঙ্গা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাঘ আছড়া গ্রামের আতিকুর রহমান ওরফে আতিক কসাই কে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য ভিত্তিতে বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই গরু উদ্ধার করা করে। উল্লেখ্য গত ১৫ জুন রাজারহাট থানায় গরু চুরি মামলা রুজু হওয়া পর থেকেই রাজারহাট থানার একটি চৌকস টিম  চুরির রহস্য উদঘাটন, চোরাই গরু উদ্ধার ও জড়িত চোরদের গ্রেফতারের লক্ষে অনুসন্ধান অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় আজ চোরাই গরু উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেতে সক্ষম হয় রাজারহাট থানা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, রাজারহাটে গ্রেফতারকৃত আসামী আতিক কসাই গরু চুরির ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। নিরাপদ কুড়িগ্রামের প্রত্যয়ে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
Images
Attachments
Publish Date
06/07/2024
Archieve Date
07/07/2024