Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
Details
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন এলাকায় গত ৩০ জুলাই ২০২৪ এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে চোর সন্দেহে মারপিট করে। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে কুড়িগ্রাম থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত যুবককে উদ্ধার করে ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে কুড়িগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত উক্ত যুবককের সাথে কথা বলে বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন এবং সে তার নাম ওমর ফারুক বলে জানায় কিন্তু তার ঠিকানা সঠিকভাবে বলতে পারে না। পরবর্তীতে আশেপাশের জেলার বিভিন্ন থানায় খোঁজ করতে থাকে পুলিশ এবং একপর্যায়ে কুড়িগ্রাম থানা পুলিশ তার ঠিকানা নিশ্চিত করে লালমনিরহাট জেলার  কালীগঞ্জ থানা এলাকায় উক্ত মানসিক ভারসাম্যহীন যুবকের পিতা বাছেদ আলীকে সংবাদ দিয়ে গত ৩১ জুলাই ২০২৪ কুড়িগ্রাম থানা নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয় কুড়িগ্রাম থানা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন,  আমরা ইতিপূর্বেও বিভিন্ন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন সম্মানিত নাগরিকদের তাদের পরিবারবর্গের কাছে ফিরিয়ে দিয়েছি। কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় কুড়িগ্রাম জেলা পুলিশ বদ্ধ পরিকর।
Images
Attachments
Publish Date
01/08/2024
Archieve Date
02/08/2024