Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুড়িগ্রামে এলজিইডি এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে আসা IFAD এর কর্মকর্তাদের নিরাপত্তায় জেলা পুলিশের চৌকস নারী টিম
Details

আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার সকালে কুড়িগ্রাম জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মাধ্যমে IFAID এর অর্থায়নে বাস্তবায়নাধীন অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ  জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় Supervision Mission-এ UN এর  The International Fund for Agricultural Development (IFAD) এর কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি টিম কুড়িগ্রামের রাজারহাট ও ভূরুঙ্গামারী উপজেলায় এলজিইডি'র চলমান কার্যক্রম পরিদর্শন করেন। 

উক্ত টিমের সার্বিক নিরাপত্তায় কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করে এবং সার্বক্ষণিক প্রটোকলে এএসআই তানিয়ার নেতৃত্বে একটি চৌকস নারী পুলিশ টিম অতিথিদের নিরাপত্তা প্রদান  করে।

স্ব স্ব অধিক্ষেত্রে অফিসার ইনচার্জবৃন্দ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলীর সাথে সমন্বয় পূর্বক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।

Images
Attachments
Publish Date
16/09/2024
Archieve Date
17/09/2024