Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সুষ্ঠু সুন্দর পরীক্ষার নিমিত্তে জেলা পুলিশের নিবিড় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা
Details

শুরু হওয়া এইচএসসি পরীক্ষার সুন্দর ব্যবস্থাপনার সার্থে, পরীক্ষার্থীদের সুবিধার্থে ও মানবিক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করণার্থে জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ সম্মিলিতভাবে জেলা প্রশাসনের সাথে,  পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সাথে নিবিড়ভাবে তদারকী ও সব ধরনের সিকিউরিটি সার্ভেইলেন্স অব্যাহত রেখেছে। সেই গতিশীলতায় আজ ৩০ জুন ২০২৪ তারিখ  জেলার সকল সিনিয়র পুলিশ অফিসারবৃন্দ,থানার অফিসার ইনচার্জবৃন্দ, সাব-ইন্সপেক্টরবৃন্দ, স্ট্যাটিক,  টহল, পেট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা  তদারকী করেছে। কুড়িগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল কুড়িগ্রাম সদরের বেশ কিছু পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্র সচিবদের সাথে কথা বলেন, আরোপিত বিধিনিষেধ প্রতিপালনের জন্য প্রেরনা ও প্রেষণা অব্যাহতভাবে প্রদান করেন। একইসাথে সংশ্লিষ্ট সার্কেল অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও থানার অফিসার ইনচার্জ বৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন অব্যাহত রেখেছে। পাশাপাশি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যেতে পারে  সেই লক্ষে কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা মেঘ-বৃষ্টির মধ্যেও সুশৃঙ্খল ব্যবস্থা অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম। অন্যদিকে কেন্দ্রে কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ মেঘ-বৃষ্টির মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছে। কুড়িগ্রামে কোন অপরাধ করে,  কেউ পার পায়নি, আগামীতে সুষ্ঠু সুন্দর মনোরম নিরাপদ পরিবেশের এসএসসি পরীক্ষাতেও যদি কেউ কোন প্রকার অপচিন্তা করে, তাকে অবশ্যই আইনের কাঠামোতে আনতে বদ্ধপরিকর পুলিশ। শিক্ষার্থীদের  ইতিবাচক, নান্দনিক আলোকিত উন্নয়নমুখী ভবিষ্যতের সার্বিক সহযাত্রী জেলা পুলিশ কুড়িগ্রাম।

Images
Attachments
Publish Date
30/06/2024
Archieve Date
01/07/2024