কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নাগরিকসেবা নিশ্চিত করার প্রয়াসে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন
সম্মানিত কুড়িগ্রামবাসী আসসালামু আলাইকুম,
জেলা পুলিশ কুড়িগ্রামের উদ্যোগে দীপ আই কেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় বিনামূল্যে একদিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
তারিখ ১৫ মে ২০২৩ রোজ-সোমবার
সময়: সকাল ০৯ঃ৩০ হতে দুপুর ০২:৩০ ঘটিকা
স্থান: পুলিশ লাইন্স, কুড়িগ্রাম।
চক্ষু শিবিরটিতে চোখের ছানি রোগীদের বাছাই করে প্রতিষ্ঠানে নিজস্ব হাসপাতালে রংপুরে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।
অপারেশন পরবর্তী ঔষধ ও কালো চশমা প্রদান করা হবে।
অপারেশন রোগীদের বিনামূল্যে থাকা ও খাবারের সুব্যবস্থা রয়েছে।
চক্ষু শিবিরে চোখের পাওয়ার জনিত রোগীদের পাওয়ার পরীক্ষা করা হবে।
অপারেশনে আগ্রহী রোগীদের অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে।
বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করুন-
ফোকাল পয়েন্ট অফিসার, জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)- 01320133302
পুলিশ কন্ট্রোল রুম, কুড়িগ্রাম
মোবাইল: 01320134298
অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা- 01320133386
অফিসার ইনচার্জ রাজারহাট থানা- 01320133412
অফিসার ইনচার্জ উলিপুর থানা- 01320133516
অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা- 01320133464
অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা- 01320133438
অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা- 01320133490
অফিসার ইনচার্জ চিলমারী থানা- 01320133542
অফিসার ইনচার্জ রাজিবপুর থানা- 01320133594
অফিসার ইনচার্জ রৌমারী থানা- 01320133568
অফিসার ইনচার্জ কচাকাটা থানা- 01320133646
অফিসার ইনচার্জ ঢুষমারা থানা- 01320133620
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস