০২ জুলাই ২০২৪ কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ১৯ ও ২০ গ্রেডের সার্ভিং স্টাফদের মাঝে পুলিশ হেকোয়ার্টার্স কতৃক বরাদ্দকৃত পোশাক সামগ্রী বিতরণ করা হয়।পোশাক সামগ্রীর মধ্যে সকলে পেয়েছেন ফুল সাফারী ১ সেট, হাফ সাফারী ১ সেট, অক্সফোর্ড-সু ২ জোড়া, মোজা ২ জোড়া, ছাতা ১ টি, নামফলক ১ টি, সোয়েটার ১ টি, ফুল শার্ট ১ টি, মহিলা স্টাফের জন্য শাড়ী ২ সেট,শাল ১ টি, ব্লাউজ ১ টি সহ মোট ১১ টি আইটেম। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২৬ জন সিভিল সার্ভিস স্টাফ এসব সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সততা ও নিষ্ঠার সাথে অভ্যন্তরীণ সেবার কার্যক্রম বেগবান করতে প্রত্যয় ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস