কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় ও আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ৩য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের নিরন্তন নানাবিধ পুলিশী কার্যক্রম চলমান। সুস্থ, সুন্দর, নান্দনিক গতিশীল ও অগ্রসরমান কুড়িগ্রামের নাগরিক নিরাপত্তা ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ৩য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কঠোর, নিরেপেক্ষ, নির্মোহ অবস্থানে থেকে সপ্তাহব্যাপী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ অব্যাহত রেখেছে নিরবিচ্ছিন্ন ডমিনিশেন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম। সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল এর নেতৃত্বে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলায় প্রতিদিন পুলিশ ডমিনিশেন পেট্রলিং এর নেতৃত্ব দিচ্ছেন। পুলিশের এই অপরাধ নিবারনী কার্যক্রমের প্রশংসা করছেন সাধারন ভোটাররা। অন্যদিকে পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ১ম ও ২য় ধাপের মতো আমরা ৩য় ধাপেও অত্যন্ত সততা, হাড়ভাংগা পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। নির্বাচনকে ঘিরে কেউ যদি সহিংসতার পায়তারা করে, সে যেই হোক তাকে আমরা প্রনিধানযোগ্য আইনের কাঠগড়ায় আনতে বদ্ধ পরিকর। নাগরিক নিরাপত্তা ও সেবায় সেক্টরভিত্তিক রোটেশন অনুসারে পুলিশী এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস