আজ
১৪ জুলাই ২০২৪, রবিবার সকালে কুড়িগ্রাম জেলা সফরে আসেন র্যাবের মহাপরিচালক, অতিরিক্ত আইজি, বাংলাদেশ পুলিশ ব্যারিস্টার জনাব মোঃ হারুন অর রশীদ বিপিএম-সেবা মহোদয়। র্যাবের মহাপরিচালক মহোদয় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এলাকায় র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে বন্যা কবলিত প্রায় ৫০০ পরিবারের সম্মানিত নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন। র্যাবের মহাপরিচালক মহোদয়ের কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে ও সার্কিট হাউজে সালামী প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অধিনায়ক র্যাব-১৩, রংপুর মেজর জনাব মোঃ কামরুল হাসান (এনডি), কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব উত্তম কুমার, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।