𝙈𝙀𝘿𝙄𝘼 𝘾𝙀𝙇𝙇 , 𝘿𝙄𝙎𝙏𝙍𝙄𝘾𝙏 𝙋𝙊𝙇𝙄𝘾𝙀, 𝙆𝙐𝙍𝙄𝙂𝙍𝘼𝙈.
[ 𝐃𝐀𝐓𝐄- 03.07.2023 ]
আজ ০৩ জুলাই ২০২৩ তারিখ সোমবার বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদের সদস্যেদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় কনস্টেবল হতে নায়েক/ নয়েক হতে এএসআই সশস্ত্র / এএসআই সশস্ত্র হতে এসআই সশস্ত্র / কনস্টেবল হতে এটিএসআই/ এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে ১৫ দিনব্যাপী মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও ক্যাম্প প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
পুলিশ সুপার উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সকলকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠন ও পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্মানিত নাগরিকদের সেবা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস