কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভূরুঙ্গামারী থানাধীন ময়নাগলা ভরতেরছড়া এলাকায় ১ জন মাদক কারবারি তার বসতবাড়িতে বিপুল পরিমান মাূক মজুদ করেছে এবং সেই মাদক ঢাকায় পরিবহনের পরিকল্পনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে অদ্য ০৮ জুন ২০২৪ দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় মাদক কারবারির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টয়লেটের ভেতরে ও স্লাবের নিচ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজা উদ্ধর করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করতে সক্ষম হয়। মাদক কারবারি উক্ত মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পরিবহনের চেষ্টা করছিল। উক্ত মাদক কারবারিকে গ্রেফতারের লক্ষে ভূরুঙ্গামারী থানা পুলিশের অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস