শিরোনাম
কুড়িগ্রামের চিলমারীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের হারিয়ে যাওয়া পেনশনের এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে দিলো পুলিশ
বিস্তারিত
কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন খাউরিয়ারচর এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী চিলমারী অগ্রণী ব্যাংক থেকে গত ০৯ জুলাই ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১২ ঘটিকার সময় সর্বমোট ১,৬৮,০০০/(এক লক্ষ আটষট্টি হাজার) টাকা উত্তোলন করে অপরিচিত অটোরিক্সা যোগে রমনা ঘাটে গিয়ে নৌকা ছেড়ে দিবে দেখে দ্রুত অটোরিক্সা থেকে নেমে নৌকায় উঠার পর দেখে যে সে বা তাহার স্ত্রী কেউ টাকার ব্যাগটি সাথে নেন নাই। পরে নৌকা থেকে নেমে দেখে অটোরিক্সা চালক চলে গেছে। পরবর্তীতে তিনি অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হলে চিলমারী থানায় আসে এবং লিখিত অভিযোগ দেয়। ভিকটিমের অভিযোগ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে চিলমারী থানার এস আই নিরস্ত্র আব্দুল কাদের ও এ এস আই নিরস্ত্র জাহাঙ্গীর আলম তথ্য প্রযুক্তির সহায়তায় সিসি টিভি ফুটেজ এর মাধ্যমে অটোরিকশাকে সনাক্ত করতে সক্ষম হয়। দুইদিনের নিরবিচ্ছিন্ন অভিযানে পলাতক অটোচালককে আটক করে অদ্য ১২ জুলাই ২০২৪ রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় ঝড়বৃষ্টি উপেক্ষা করে অটোচালক চিলমারী শিকার পাড়া এলাকার মো: রফিয়াল মিয়া(৩৮) এর দেখানো মতে একটি পরিত্যক্ত বাড়ি হতে ব্যাগের রক্ষিত কাগজপত্রসহ এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে। পরবর্তীতে উক্ত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে ভিকটিমের নিকট হস্তান্তর করে চিলমারী থানা পুলিশ।