কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.২০ ঘটিকার সময় কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের উপর চেকপোস্ট পরিচালনা করে কচাকাটা থানাধীন গোলেরহাট এলাকার মাদক কারবারি শহিদুল ইসলাম ও ইসলামপুট এলাকার শামসুল আলম দ্বয়কে ৭২ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস