Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুড়িগ্রামের উলিপুরের চরের জমিজমাকে কেন্দ্র করে হত্যা মামলার মুল আসামীকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ: আদালতে স্বীকারোক্তি
বিস্তারিত

কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জে চরের জমিজমাকে কেন্দ্র করে মারামারি ও এতদসংক্রান্তে  হত্যা মামলার মুল আসামী সুলতান (২৫) ও শফিকুল(৩২) কে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে কুড়িগ্রামের নামাজের চর তদন্তকেন্দ্রের এসআই শামীম মন্ডলের নেতৃত্বে একটি  চৌকস পুলিশ টিম  গ্রেফতার করেছে। এজাহারনামীয় মুল আসামী শফিকুল  ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। গতজুন মাসে উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের চরে জমিজমা সংক্রান্তে মারামারি ও মৃত্যুর ঘটনায় নিহত মৃত মক্তব আলী (৫০) এর ছেলে মোখলেসুর রহমান বাদী হয়ে  উলিপুর থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ১৮, তারিখ ১০/৬/২৪, ধারা -১৪৩,৪৪৭, ৩২৩, ৩০২, ৩৪ পেনাল কোড।

দীর্ঘদিন ধরে তদন্ত ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় নামজের চর তদন্ত কেন্দ্রের পুলিশ। নাগরিকসেবায় পুলিশিং কার্যক্রমকে দোরগোড়ায় পৌছে দিতে নিবেদিত জেলা পুলিশ কুড়িগ্রাম।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/09/2024
আর্কাইভ তারিখ
18/09/2024